
ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: হারিছ উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ই জুলাই) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শাখার উচ্চমান সহকারী ও অন্যান্য সহকারীবৃন্দ।